সাতকানিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকের ২ আরোহী নিহত
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগী (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার বড়গাছি এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)। মতমত বৈরাগী বাইকটি চালাচ্ছিলেন। তারা দুইজনই দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিংয়ে চাকরি করতেন।
রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থানার কেওচিয়া ড্রিম হাউজ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সাতকানিয়ার কেরানীহাট এলাকার বাসা থেকে বের হয়ে আরিফ হোসেনকে সঙ্গে নিয়ে নিজের মোটরবাইকে চড়ে লোহাগাড়ায় যাচ্ছিলেন মনমত বৈরাগী। বেলা ১১টার দিকে চট্টগ্রামমুখী মাছ বহনকারী একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনমত বৈরাগী প্রাণ হারান। আর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরিফ হোসেনের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, একটি পিকআপভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই পিকআপটি ঘটনাস্থলের পাশে রেখে পালিয়ে গেছে চালক। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।