ধুঁকছে রাশিয়া, নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ: ইউক্রেন

কোনো কোনো স্থানে আর্টিলারি ফায়ার ৭৫ ভাগ পর্যন্ত কমিয়ে দিয়েছে দেশটি।

ধুঁকছে রাশিয়া, নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ: ইউক্রেন
ধুঁকছে রাশিয়া, নাটকীয়ভাবে কমে গেছে গোলা নিক্ষেপ: ইউক্রেন

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার গোলা নিক্ষেপ উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে। কোনো কোনো স্থানে আর্টিলারি ফায়ার ৭৫ ভাগ পর্যন্ত কমিয়ে দিয়েছে দেশটি। ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা আশা করছেন, রাশিয়ার সামরিক সক্ষমতা এখন শেষের দিকে। সিএনএনকে তারা জানিয়েছেন, রাশিয়া এখন হিসেব করে করে গোলা ছুঁড়ছে কারণ তাদের আর্টিলারি রাউন্ডের সরবরাহ কমে গেছে। যদিও তারা এমন দাবির পক্ষে স্পষ্ট কিংবা একক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।

সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনীয় অবস্থানে রাশিয়ার গোলা বর্ষণ কমে যাওয়ার অর্থ হচ্ছে দেশটি ক্রমশ সামরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। যুদ্ধের প্রায় ১১ মাস হয়ে গেছে। এই সময়ে রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা দখলে নিলেও পশ্চিমা অস্ত্রে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনও। সেপ্টেম্বর থেকে নভেম্ভর মাসের মধ্যে রাশিয়ার হাত থেকে বেশ কিছু এলাকা পুনরায় দখলে নিয়েছে দেশটি। 

মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ওই সফলতার পেছনে রয়েছে পশ্চিমা মিত্রদের থেকে পাওয়া ব্যাপক সরবরাহ। গত সপ্তাহেও যুক্তরাষ্ট্র ও জার্মানি ঘোষণা করেছে যে, তারা ইউক্রেনকে আরমর্ড যুদ্ধযান দিতে যাচ্ছে। এছাড়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ারও কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম থেকেই বলছেন, ইউক্রেনে যুদ্ধ নয় বরঞ্চ সীমিত আকারে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিচালনা করছে রাশিয়া।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: