দেড় বছর সন্তানকে না দেখতে দেওয়ায় হাইকোর্টে এক মা

দেড় বছর ধরে তাকে তার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি

দেড় বছর সন্তানকে না দেখতে দেওয়ায় হাইকোর্টে এক মা

প্রথম নিউজ, ঢাকা: পাঁচ বছরের কন্যা সন্তানকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টে আবেদন করেছেন তাসনোভা ইকবাল নামে এক মা। আবেদনে অভিযোগ আনা হয়েছে, দেড় বছর ধরে তাকে তার সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

শিশুটির বাবা মুসফেক আলম সৈকত, দাদা ড. শামসুল আলম ও দাদী মোমতাজ আলমকে বিবাদী করে এ আবেদন দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (২২ অক্টোবর) তাসনোভা ইকবালের আইনজীবী ব্যারিস্টার সাবরিনা জেরিন বলেন, মুসফেক আলম ও তাসনোভা ইকবালের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদের ৫ বছরের একটি কন্যা সন্তান আছে। কিন্তু দেড় বছর ধরে মা তাসনোভা ইকবালের কাছ থেকে সন্তানকে দূরে রাখা হয়েছে। এই সময়ে সন্তানকে দেখতেও দেওয়া হয়নি।

তিনি বলেন, এর আগে আমরা নিম্ন আদালতে সন্তানকে দেখতে চেয়ে আবেদন করেছিলাম। আদালত ভার্চুয়ালি দেখার কথা বলেছিলেন। কিন্তু মা তাসনোভা ইকবাল শিশুকে নিজের জিম্মায় নিতে চান। গতকাল হাইকোর্টে আমরা আবেদন করেছি।

রাজধানী গুলশানের বাসিন্দা তাসনোভা ইকবালের বাবা ইকবাল কামাল ও মা নাজমা সুলতানা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom