দেশের অগ্রগতির জন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্য : বাবলা

 তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতির  প্রশ্নে কখনো কোনো আপোষ করেননি। আগামীতেও করবে না।

দেশের অগ্রগতির জন্য প্রয়োজন রাজনৈতিক ঐক্য : বাবলা

প্রথম নিউজ, ঢাকা: জাতীয় পার্টির কো:চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, আমরা ভিন্নভিন্ন রাজনৈতিক দল করতে পারি। কিন্তু দেশের সার্বিক উন্নয়ন  অগ্রগতির জন্য রাজনৈতিক ঐক্যের কোনো কিকল্প নেই। তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতির  প্রশ্নে কখনো কোনো আপোষ করেননি। আগামীতেও করবে না।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকার কদমতলী থানার ৫২ ও ৫৩  ওয়ার্ডে  ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনে  মাধ্যমে ১২ কোটি টাকারও বেশি ব্যায়ে নির্মিতব্য মেডিক্যাল রোড ও তার সংলগ্ন শাখা সড়কের ড্রেনেজ ব্যবস্থা ও সড়কের সার্বিক উন্নয়ন কাজের সুচনা অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপা নেতা বাবলা বলেন,  আশির দশকে পল্লীবন্ধু এরশাদের সহযোগীতা ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর -কদমতলীতে যেমন ব্যাপক উন্নয়ন করেছি, ঠিক তেমনি, বিগত সাড়ে নয় বছরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সহযোগীতায় শ্যামপুর-কদমতলীতে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছি।

তিনি বলেন, বিগত সাড়ে নয় বছরে প্রধানমন্ত্রীর আন্তুরিক সহযোগীতায় ঢাকা-৪ আসনে প্রায় ২২ শত কোটি টাকার  উন্নয়ন কাজ সম্পন্ন  করেছি। এছাড়া শুধু মাত্র ঢাকা দক্ষিণ সিটি কপোর্রেশনের  মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের সহযোগীতায় প্রায় আড়াইশ কোটি টাকার কাজ আমার নির্বাচনী এলাকায় সম্পন্ন হয়েছে। শুধু আমার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী নয়, ঢাকাসহ সমগ্র বাংলাদেশের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। যা অস্বীকার করার উপায় নেই। আশির দশকেরএমপি থাকা অবস্থায়  আমার প্রয়াত নেতা হুসেইন মুহম্মদ এরশাদের সহযোগীয় বুড়িগঙ্গা সেতু, মাতুয়াইলে লক্ষাধিক মানুষের মাঝে নতুন পাইপ লাইলের মাধ্যমে গ্যাস প্রদান, শ্যামপুর শিল্পাঞ্চলের উন্নয়ন, গোলাপবাগ স্টেডিয়াম, সায়েদাবাস বাস টার্মিনাল, শহীদ ফারুক সড়ক নির্মানসহ বড় বড় উন্নয়নমূলক কাজ এলাকাবাসীর জন্য সম্পন্ন করেছিলাম।

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৫৩ নং ওয়ার্ডের বিএনপি দলীয় কাউন্সিলর মীর হোসেন মিরু, ৫২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর মো: রুহুল আমিন, সংরক্ষিত  আসনের কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দে, স্থানীয় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবক লীগ কদমতলী থানার সাধারণ সম্পাদক কাজী সোহেল ও ৫২ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক বাবুল হোসেন মিন্টু।