দলীয় শৃঙ্খলা ভেঙে বহিষ্কার হলেন বিএনপির তিন নেতা

দলীয় শৃঙ্খলা ভেঙে বহিষ্কার হলেন বিএনপির তিন নেতা

প্রথম নিউজ, অনলাইন :   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং হরিদাসকাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেন।

রবিবার (২৩ মার্চ) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরামপুর উপজেলা খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।
 

অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সম্প্রতি হরিদাসকাটি এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফলে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নির্দেশে সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্তের পর প্রতিবেদন দাখিল করতে। খান শফিয়ার রহমান তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
পরে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জরুরি সভা করে আরজান হোসেনকে বহিষ্কার করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্য্যকর হবে এবং দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত বহিষ্কৃত বিএনপি নেতারা এ কপি হাতে পাননি। 

উল্লেখ্য, গত ১৯ মার্চ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবুর উপস্থিতিতে মণিরামপুর উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় হুঁশিয়ারি দেওয়া হয় বিএনপির যেকোনো নেতাকর্মীর বিরুদ্ধে চাঁজাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ ঘোষণার পর মাত্র তিন দিন পর তিন নেতাকে বহিষ্কার করা হলো।