দরপতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু
দরপতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : দরপতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেয়ার বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১১ পয়েন্ট।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন এবং কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
এর ফলে বুধ ও বৃহস্পতিবার উত্থানের পর আজ পুঁজিবাজারে দরপতন হলো। তবে এই বাজারে অবস্থানকে দরপতন বলতে রাজি নন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, এটা মূল্যসংশোধন। বিমা খাতের বেশ কিছু শেয়ার কয়েকদিন টানা দাম বেড়েছে। তাই আজকে মুনাফা তুলে নিয়েছে অনেকে। উত্থানের পর পতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক আচরণ বলেও মন্তব্য করেন অনেকে।
ডিএসইর তথ্য মতে, রোববার বাজারটিতে ৩৫৪ প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ২৪৪ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১০৩০ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০৬৩ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১১৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট কমে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে নাভানা ফার্মাসিটিউক্যালসের শেয়ার। পরের তালিকায় রয়েছে ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার।
এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে, সোনালী লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আরডি ফুড, মুন্নু সিরামিক এবং অ্যাডভেন্ট ফার্মাসিটিউক্যালস লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২০ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ২০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭৬টির দাম।
দিন শেষে সিএসইতে ২১ কোটি ৫৫ লাখ ৮ হাজার ৭৮৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৬৭৩ টাকার শেয়ার।