দোনবাস পুনরুদ্ধারের অঙ্গীকার জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীন হয়ে যাওয়া দোনবাস প্রজাতন্ত্রকে পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাধীন হয়ে যাওয়া দোনবাস প্রজাতন্ত্রকে পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বর্তমানে এ প্রজাতন্ত্রটি প্রায় পুরোপুরিভাবে রাশিয়ার সেনাদের আওতায় রয়েছে। রোববার এক ভিডিওবার্তায় জেলেনস্কি এ অঙ্গীকার করেছেন।
জেলেনস্কি বলেন, আমরা আমাদের কোনো শহরকে ভুলে যাইনি এবং ভুলে যাব না। সেখানকার লোকজনকেও আমরা ভুলবো না। রাশিয়ার হামলায় দোনবাস এখন প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত। গর্বের এবং ঐতিহ্যের দোনেস্ক রাশিয়ার দখলদারিত্ব এবং লুটপাটে অপমানিত হয়েছে।
কিন্তু ইউক্রেন ফিরে আসবে। নিশ্চিতভাবে সেখানকার জীবনযাপন আবার স্বাভাবিক হবে। দোনবাসের জনগণের বসবাস করার মতো অবস্থা তৈরি হবে, নিরাপদে এবং আনন্দের সঙ্গেই সেখানে বসবাস করা যাবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দোনবাসের পাশাপাশি দোনেস্ক, গোরলোভকা, মারিউপল, আজব এলাকা এবং অবশ্যই ক্রিমিয়া অঞ্চল ইউক্রেনের কাছে ফিরবে। ইউক্রেন সবাইকে স্মরণে রেখেছে। খবর ওয়াশিংটন পোস্টের।
এদিকে, রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিতে আমেরিকা সম্ভবত ইউক্রেনকে বিশেষভাবে সহযোগিতা করছে।
ইউক্রেনের জন্য সর্বশেষ যে সব অস্ত্রের চালান পাঠাবে বলে আমেরিকা ঘোষণা দিয়েছে তার দিকে ইঙ্গিত করে ওয়াশিংটন পোস্ট এই কথা বলেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews