দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল, সম্পাদক কচি

শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী সম্মেলন শেষে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হয়।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল, সম্পাদক কচি

প্রথম নিউজ, দিনাজপুর: দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল সভাপতি ও বখতিয়ার আহম্মেদ কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী সম্মেলন শেষে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক চেহেলগাজী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর স্ত্রী হাসনাহেনা চৌধুরী হিরা।

ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ।

প্রসঙ্গত, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিন পদসহ মোট সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১২ সালে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মরহুম লুৎফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা মরহুম মুকুর চৌধুরী।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom