দুই দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
আজ বৃহস্পতিবার (২৬ মে) নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন
প্রথম নিউজ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৬ মে) নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন। আকতার হোসেন বলেন, ছাত্রলীগের হামলার প্রতিবাদে আগামী ২৮শে মে দেশের সকল মহানগরে বিক্ষোভ মিছিল করা হবে। এর পরের দিন ২৯ তারিখে দেশের সকল কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, ছাত্রদলেক ঠেকাতে আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের শত শত নেতাকর্মী। এ সময় হাইকোর্ট এলাকা দিয়ে কিছু ছাত্রদল নেতাকর্মী ক্যাম্পাসের দিকে এগুতে থাকলে ধাওয়া দেয় ছাত্রলীগ। এ সময় হাইকোর্ট মাজার মসজিদের সামনে ছাত্রদলের একজন কর্মীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেদিন ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় ছাত্রদল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews