মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে আ’লীগ: মির্জা ফখরুল
প্রথম নিউজ, ঢাকা: মুক্তিযুদ্ধ একজন ব্যক্তি বা একক কোনো দল করেনি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে।
আজ শনিবার বিকেলে সিলেটের রেজিস্ট্রার মাঠে সিলেটমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি। তাজউদ্দিন আহমদের কথা পর্যন্ত উচ্চারণ করা হয়নি। এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে আড়ালে রেখেছে তারা।
বিএনপি মহাসচিব বলেন, দেশে বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা বললেও দেশে দারিদ্র্য বেড়েছে, অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। প্রয়োজনে একাত্তর সালে যেভাবে দল-মত-ধর্ম নির্বিশেষে ঐক্যবব্ধ হয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশবাসী, ঠিক সেভাবেই যুদ্ধ করে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিশ্বাস করি- সেদিন আর বেশি দূরে নয়।
সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের শুরু হয়েছে, এটা আওয়ামী লীগ মানতে চায় না। গণতন্ত্র হত্যা, বাকস্বাধীনতা হরণ করছে আওয়ামী লীগ। বিএনপি মানুষের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, সিলেট বিভাগের আহ্বায়ক ও সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সমাবেশ সঞ্চালনা করেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হাসান জীবন। এছাড়া সিলেটের স্থানীয় নেতারা এতে বক্তব্য দেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: