থাইল্যান্ডে ঘন ঘন উড়ে যেতেন কেন পার্থ-অর্পিতা

নিস্তার নেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় কিংবা অর্পিতা মুখোপাধ্যায়ের।

থাইল্যান্ডে ঘন ঘন উড়ে যেতেন কেন পার্থ-অর্পিতা
থাইল্যান্ডে ঘন ঘন উড়ে যেতেন কেন পার্থ-অর্পিতা

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডির পর এবার সিবিআই। নিস্তার নেই জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় কিংবা অর্পিতা মুখোপাধ্যায়ের। শুক্রবার সিবিআই জানিয়েছে যে, পার্থ এবং অর্পিতা গত পাঁচ বছরে ঘন ঘন ব্যাংকক গেছেন। এমনকি সিবিআই’র হাতে এই তথ্যও এসেছে যে, এক বছরে সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণ  করেছেন পার্থ-অর্পিতা। সিবিআই জানাচ্ছে, পার্থ-অর্পিতা নিছক প্রমোদ ভ্রমণে থাইল্যান্ড যেতেন না। পার্থ-অর্পিতার  অপা রিয়েলিটি কোম্পানি থাইল্যান্ড এর প্রমোটিং ব্যবসায়  যুক্ত হয়েছিল। প্রচুর সম্পত্তি থাইল্যান্ডে করেছেন পার্থ চট্টোপাধ্যায় ও  অর্পিতা মুখোপাধ্যায়। তাদের সম্পত্তি  থাইল্যান্ডে  বিশাল বলে দাবি করেছে সিবিআই। ভবিষ্যতে পার্থ - অর্পিতাকে থাইল্যান্ডে তদন্তের প্রয়োজনে নিয়ে যাওয়া হতে পারে বলে সিবিআই জানিয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom