তারুণ্যের সমাবেশ উপলক্ষে কাল ঢাকায় মিছিল
আগামীকাল সোমবার রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন।
প্রথম নিউজ, ঢাকা: সারাদেশের ছয়টি বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন। আগামী ১৪ই জুন চট্টগ্রাম দিয়ে এ তারুণ্যের সমাবেশ শুরু হবে।
এই উপলক্ষে আগামীকাল সোমবার রাজধানীতে বর্ণাঢ্য মিছিল করবে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন। এদিন দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি।