তারাকান্দায় মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
গতকাল শনিবার (৬ই জুলাই) রাতে মাদকদ্রব্য বেচাকেনার সময় তাদের আটক করা হয়।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ইয়াবা ও হেরোইনসহ যুবলীগ নেতা ও তার সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (৬ই জুলাই) রাতে মাদকদ্রব্য বেচাকেনার সময় তাদের আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
তারাকান্দা থানার ওসি মো.ওয়াজেদ আলী জানান, উপজেলার বানিহালা ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক ও বারইপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিন মাস্টারের পুত্র নুরুজ্জামান (৩৫) ও তার সহযোগী হালিম বেগ এর পুত্র রাজু বেগ (৩০) মাঝিযালী বাজারে শনিবার মাদকদ্রব্য বেচাকেনার সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন জব্দ করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা (নং ৫(৭) ২০২৪) দায়ের করে।