তারিককে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ
প্রথম নিউজ, ডেস্ক : বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপে আজ ফাইনালে ওঠার লড়াই। দিনের প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনে গুরুতপূর্ণ এই ম্যাচের একাদশ সাজিয়েছেন স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
ভুটানের বিপক্ষে ডিফেন্ডার তারিক কাজী ইনজুরির কারণে খেলতে পারেননি। সেমিফাইনালে তারিক তার পুরনো পজিশনেই খেলবেন। ভুটান ম্যাচে ফুলব্যাক থেকে সেন্ট্রাল ডিফেন্সে খেলা বিশ্বনাথ সেমিফাইনালে ফুলব্যাকে ফিরছেন। গত ম্যাচে ফুলব্যাক খেলা রহমত মিয়া আজ একাদশের বাইরে।
ভুটান ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পাওয়া অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন নিজে গোল করেছেন এবং করিয়েছেন। তাই আজ সেমিফাইনালেও শুরুর একাদশে তাকে সুযোগ দিয়েছেন কোচ। প্রথম ২ ম্যাচ একাদশে খেলা ফয়সাল আহমেদ ফাহিমকে গত ম্যাচের মতো বদলি হিসেবে ব্যবহারের পরিকল্পনা কোচের।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, সোহেল রানা, মোঃ হৃদয়, সোহেল রানা ( সিনিয়র), জামাল ভূইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন।