তারেক রহমানের নেতৃত্বে জনতার আন্দোলনে সরকারের পতন হবে: ডা.শামীম
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে বলে জানিয়েছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে তিনি এসব কথা বলেন। ‘মহান বিজয় দিবস, গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বর্তমান প্রেক্ষাপট‘ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন, এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন, এবার স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।
এই সরকারকে যেতেই হবে জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বিএনপি কিন্তু দেশে জনতার অভ্যুত্থান ঘটিয়েছে। যা সারাদেশে দেখা গেছে। রাজপথের কঠোর আন্দোলন ও রক্তের বিনিময়ে হলেও এই সরকারকে বিদায় নিতে হবে।
ডাক্তার শামীম বলেন, নির্বাচনের মাধ্যমে জনসম্পৃক্ততা যাচাই করা হয়। সরকারদলীয় নির্বাচনে জনকসম্পৃক্ততা হয় না। তাই জনসভা সমাবেশের মাধ্যমে জনসম্পৃক্ততা যাচাই করা হয়। সরকারদলীয় সমাবেশ কোটি টাকা খরচ কর পাঁচ হাজার লোক হয় না। পদ্মা সেতু উদ্বোধনে ১০ লক্ষ লোকের কথা সরকার বলল পঞ্চাশ হাজার লোকও আনতে পারে নাই। অথচ বিএনপি'র সমাবেশে সরকারের সকল প্রকার বাধার পরও লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
তিনি আরো বলেন, বিএনপি নেতা কর্মীরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের প্রতিবাদ করে যাচ্ছে। ড্যাব আন্দোলন সংগ্রামে যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে তা ইতিহাসে অমর হয়ে থাকবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালামের সার্বিক তত্ত্বাবধানে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।