তারেক-জুবাইদার সম্পদ বাজেয়াপ্তের প্রতিবাদে বাকৃবির বিক্ষোভ

তারেক-জুবাইদার সম্পদ বাজেয়াপ্তের প্রতিবাদে বাকৃবির বিক্ষোভ
তারেক-জুবাইদার সম্পদ বাজেয়াপ্তের প্রতিবাদে বাকৃবির বিক্ষোভ

প্রথম নিউজ, ময়মনসিংহ:  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার ফরমায়েশি আদেশের প্রতিবাদে আজ সকাল ১১টায়  বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক  আতিকুর রহমান ও সদস্য সচিব শফিকুল ইসলাম এর নেতৃত্বে বৈশাখী চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে এসে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, তরিকুল ইসলাম তুষার, আশরাফ আহমেদ সদস্য মেহেদী হাসান, আবির, ইসমাইল, শাহরিয়ার সহ প্রায় শতাধিক নেতাকর্মী। 

মিছিল শেষে আতিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী দেশের আইন- আদালতকে নির্লজ্জভাবে ব্যবহার করে চলেছে । তারই ধারাবাহিকতায় এ সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে এ ধরনের আদেশ জারি করছে। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা এ আদেশের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই রাজপথে থাকবে।"

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom