তারা আর্জেন্টিনাকে কাপ দিতে চাচ্ছে, অভিযোগ পর্তুগিজ কোচ-ফুটবলারের

বিশ্বকাপের শেষদিকে এসে রেফারিং নিয়ে তুমুল বিতর্ক তৈরি হচ্ছে

 তারা আর্জেন্টিনাকে কাপ দিতে চাচ্ছে, অভিযোগ পর্তুগিজ কোচ-ফুটবলারের
 তারা আর্জেন্টিনাকে কাপ দিতে চাচ্ছে, অভিযোগ পর্তুগিজ কোচ-ফুটবলারের-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বিশ্বকাপের শেষদিকে এসে রেফারিং নিয়ে তুমুল বিতর্ক তৈরি হচ্ছে। যে দলের বিপক্ষে সিদ্ধান্ত যাচ্ছে, তারাই সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন রেফারিদের বিপক্ষে।

আগের দিন নেদারল্যান্ডস-আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে ‘বদরাগী’ স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজ একের পর এক কার্ড দেওয়ায় হয়েছে প্রবল সমালোচনা।

মেসির মতো বিশ্বসেরা ফুটবলারও আঙুল তুলেছেন রেফারির দিকে। খেলা শেষে বাজে রেফারিং নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। মানুষ দেখেছে কী হয়েছে। আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব দেওয়া ফিফার উচিত নয়।’

মেসি আরও বলেন, ‘আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। এর মধ্যে রেফারির কারণেই খেলা অতিরিক্ত সময়ে গড়িয়েছে। তিনি সবসময় আমাদের বিপক্ষে ছিলেন। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

এবার পর্তুগাল-মরক্কো ম্যাচে দায়িত্ব পালন করা আর্জেন্টাইন রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলো। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস আর ডিফেন্ডার পেপে দুজনই মনে করেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাস্তা পরিষ্কার করা হচ্ছে।

খেলা শেষ হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেপে বলেন, ‘গতকালের মেসির অভিযোগের পর, এটা একদমই অগ্রহণযোগ্য যে আর্জেন্টাইন রেফারি বারবারই আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছে। সম্ভবত তিনি চাচ্ছিলেনই আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দিতে।’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রায় একইরকম অভিযোগ তুললেন সান্তোস। পর্তুগাল কোচ বলেন, ‘আমি জানি না তারা আর্জেন্টিনাকে কাপ দিতে চাচ্ছে কিনা। আমি কাউকে পরোয়া করি না। আমি যা ভাবি তা বলবই। তাদের শোষণ নিয়ে বলব। এমন একটি দলের রেফারিকে কিভাবে দায়িত্ব দেওয়া হলো, যাদের দল এখনও বিশ্বকাপে আছে! তারা পরিষ্কারভাবে আমাদের বিপক্ষে মাঠে নেমেছিল।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom