তিন জনে মিলে অবিশ্বাস্য ক্যাচ মিস 

তিন জনে মিলে অবিশ্বাস্য ক্যাচ মিস 

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে একের পর এক ক্যাচ ছেড়েছেন টাইগার ক্রিকেটাররা। যার চড়া মাশুলও গুণতে হয়েছে। ফিল্ডিংয়ের সমস্যা নিয়ে গতকাল শেষের সংবাদ সম্মেলনেও অনেক কথা হয়েছে। তবে মাঠে উন্নতির কোনো ছাপ দেখা যাচ্ছে না। দ্বিতীয় দিনে স্লিপে দাঁড়ানো তিন ফিল্ডার মিলে অবিশ্বাস্য এক ক্যাচ মিস করেছেন।

দলীয় রান চারশো ছাড়িয়ে বড় সংগ্রহের পথে সফরকারীরা। এমন সময়ই ক্যাচ ফসকালেন ক্রিকেটাররা। ইনিংসের ১২১ তম ওভারে ঘটনাটি ঘটে। খালেদের বলে প্রথম স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন প্রবাথ জয়াসুরিয়া। সেই সহজ ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত।

টাইগার অধিনায়কের হাত থেকে ছুটে যাওয়া বল লাফিয়ে যায় শাহাদাত হোসেন দিপুর কাছে। তার হাত ছুঁয়ে বল যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের কাছে, তিনিও ক্যাচটি নিতে পারেননি! অর্থাৎ স্লিপে দাঁড়ানো তিনজন মিলে মিস করেছেন ক্যাচটি।

নিশ্চিত জীবন পাওয়া জয়াসুরিয়া ৪১ বলে ১৮ রানে ব্যাট করছেন। অপরপ্রান্তে আছেন ৭১ বলে ২৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৩৮ রান। 

প্রথম দিনে দাপট ছিল লঙ্কান ব্যাটারদের। দ্বিতীয় দিনেও সেই দাপট ধরে রেখেছে লঙ্কানরা। গত দিনের দুই অপরাজিত ব্যাটার চান্দিমাল-ধনঞ্জয়া ডি সিলভা দেখে-শুনে খেলে ফিফটি তুলে নেন। ৮৫ বলে ফিফটি করেন চান্ডিমাল। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। এই উইকেটকিপার ব্যাটারকে ৫৯ রানে সাজঘরে ফিরিয়ে দিনের প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব।

ইনিংসের ১০৬তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে রেখেছিলেন সাকিব। টার্ন করে বেরিয়ে যাওয়ার সময় চান্দিমালের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটনের গ্লাভসে। এরপর ব্যক্তিগত ৭০ রানের মাথায় খালেদের শিকার হন লঙ্কান অধিনায়ক ডি সিলভা।