তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে আবদুর রব ভুট্টো ও তার পরিচালিত চ্যানেলের বিরুদ্ধে মামলাটি করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা।

তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা- প্রতিকী ছবি

প্রথম নিউজ, চট্টগ্রাম : ফেসবুক ও ইউটিউবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে মামলা হয়েছে চকবাজার থানায়। ডিজিটাল নিরাপত্তা আইনে আবদুর রব ভুট্টো ও তার পরিচালিত চ্যানেলের বিরুদ্ধে মামলাটি করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা। বুধবার রাতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি ধারায় মামলাটি করা হয় বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের মজুমদার।  মামলায় অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি পেইজ খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে নানা ধরনের দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন। সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: