তৃতীয় রাউন্ডে নাদাল, শুরুতেই হার সেরেনা-ভেনাস জুটির
প্রথম রিউজ, স্পোর্টস ডেস্ক: ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে ছুটছেন রাফায়েল নাদাল। ইতোমধ্যে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি। দ্বিতীয় রাউন্ডের খেলায় ইতালিয়ান ফ্যাবিও ফগনিনিকে হারান তিনি। মেয়েদের ডাবলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস জুটি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার সেটের লড়াইয়ে শুরুতে হেরে যান নাদাল। এরপর টানা তিন সেট জিতে ফগনিনিকে ইউএস ওপেন থেকে বিদায় করেন ২২ গ্র্যান্ড স্লামের মালিক। নাদালের পক্ষে ম্যাচের ফল ২-৬, ৬-৪, ৬-২ ও ৬-১ গেম। ৭ বছর আগে এই কোর্টেই নাদালকে হারিয়ে দিয়েছিলেন ফগনিনি।
বৃহস্পতিবার ম্যাচ জিতে নাদাল বলেন, ‘প্রথম দেড় ঘণ্টারও বেশি সময় আমি লড়াইয়ে ছিলাম না। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে শুরু গুলোর একটি এটি। আশা করি এর পুনরাবৃত্তি খুব বেশি হবে না। তবে যখন এরকম হয়, ইতিবাচক থাকতে হয় এবং ধৈর্য রাখতে হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews