তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এর আগে প্রথম দিনে মহাসড়কে অবস্থান নেওয়ার পর হামলার শিকার হন শিক্ষার্থীরা।

প্রথম নিউজ, গোপালগঞ্জ: ধর্ষণের বিচার চেয়ে বিক্ষোভে উত্তাল গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। আজ শনিবার টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর আগে প্রথম দিনে মহাসড়কে অবস্থান নেওয়ার পর হামলার শিকার হন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। হামলাকারীরা রাজনৈতিকভাবে প্রভাবশালী, যে কারণে মনে হচ্ছে তারা হয়তো আইনেরও ঊর্ধ্বে। যতক্ষণ পর্যন্ত সব ধর্ষককে গ্রেফতার এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এর আগেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের ওপর হামলা হলেও আমরা কোনও বিচার পাইনি। তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন মেসে নারী শিক্ষার্থীরা স্থানীয় বখাটেদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। আমাদের দাবি, শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।’
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এর বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলরসহ শিক্ষক-শিক্ষার্থীদের আহত করে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: