ঢামেকে স্বজনদের হাহাকার
রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। অনেকে এখনও নিখোঁজ। হতাহত ও নিখোঁজদের সন্ধানে ঢামেকে ভিড় করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতাল।ভবনের ভেতরে আর মৃতদেহ থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রথম নিউজ, ডেস্ক :রাজধানীর গুলিস্তানে সাত তলা ভবনে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৭ জন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। অনেকে এখনও নিখোঁজ। হতাহত ও নিখোঁজদের সন্ধানে ঢামেকে ভিড় করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতাল।ভবনের ভেতরে আর মৃতদেহ থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণে আহতদের মধ্যে দগ্ধ সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের সবার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা গেছে, সেখানে যাদের চিকিৎসা চলছে, তাদের কারো পা নেই, কারো হাত নেই, কারো মাথা থেতলে গেছে, কারো হাতের কবজি পর্যন্ত কাটা।চিকিৎসকরা বলছেন, আহতদের আঘাত এতটা মারাত্মক যে প্রাথমিক চিকিৎসা দিতে অনেক্ষণ সময় লেগে যাচ্ছে।এ জন্য বিভিন্ন ইউনিটের ডাক্তারদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেলের অর্থোপেডিক বিভাগের একাধিক চিকিৎসক জানিয়েছেন, যারা আহত হয়ে আসছেন তাদের অধিকাংশের হাত পা থেতলে গেছে। এ কারণে অনেকের বিভিন্ন অঙ্গ কেটে ফেলতে হতে পারে।
চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত এতটাই মারাত্মক যে আহত অনেককে ব্যান্ডেজের কারণে স্বজনদের চিহ্নিত করতেও কষ্ট হচ্ছে।যখন আনা হয়েছে নাম ঠিকানা লিপিবদ্ধ বরার মতো পরিস্থিতি ছিলো না। জরুরি বিভাগে এখন এমন অনেকে আছেন ব্যান্ডেজের কারণে যাদের চেহারা বোঝা যাচ্ছে না। মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: