ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন আর নেই

আজ ভোরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন আর নেই

প্রথম নিউজ, অনলাইন:  ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সমবায় ব্যাংক-এর  সাবেক পরিচালক মনির হোসেন আর নেই। আজ ভোরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মনির হোসেন। গত বছরের ডিসেম্বরে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়েছিলেন । আজ ভোর ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ আসর গাজীপুরের কালীগঞ্জে গ্রামের ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: