ঢাকায় মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ নারী

শুক্রবার (৪ আগস্ট) এ তথ্য জানান র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মো. পারভেজ রানা।

ঢাকায় মানব পাচারকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ নারী

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর খিলক্ষেত থেকে লেকসিটি সোসাইটির একটি ভবন থেকে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় আটকে রাখা দুই নারীকেও উদ্ধার করেছে র‍্যাব।

পাচারকারী চক্রের চার সদস্য হলো, রোস্তম আলী ওরফে সৈকত (৪৫), হাজেরা বেগম (৩৫), সোহেল মিয়া (২৫), বাইজিদ হোসেন (২২)। শুক্রবার (৪ আগস্ট) এ তথ্য জানান র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মো. পারভেজ রানা।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১ এর একটি দল গোপন খবরের ভিত্তিতে জানতে পারে, ডিএমপি ঢাকার খিলক্ষেত থানাধীন লেকসিটি সোসাইটি বাসন্তি বিল্ডিং এর ১৪ তলার ১৪এনএ/২ একটি রুমে কয়েকজন মানব পাচারকারী চক্রের সদস্য রয়েছে। পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারীকে আটকে রেখেছে তারা। পরে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় দুই জন নারীকে উদ্ধার করা হয়। এ ছাড়া ৬টি মোবাইল ফোন, ৮টি সীম কার্ড এবং নগদ ৬ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা একটি মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের ফাঁদে ফেলে। এরপর অনৈতিক কাজে বাধ্য করে তাদের। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।