ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্পটে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় ভোট দানে বিরত থাকুন-জামাল উদ্দিন
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু গণতন্ত্রপ্রিয় ও দেশপ্রেমিক জনতা তাদের সে ষড়যন্ত্র কখনই সফল ও সার্থক হতে দেবে না। তিনি সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোট দানে বিরত থাকার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান বিষয়ক কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব অঞ্চলের আশিয়ান সিটি বিমানবন্দর সড়কে গণসংযোগকালে এসব কথা বলেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ, মাওলানা জালাল আহমেদ ও ছাত্রনেতা জসিম উদদীন প্রমূখ।
জামাল উদ্দীন বলেন, আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতা স্বপক্ষের শক্তি দাবি করলেও স্বাধীনতা পাঁচ দশক পরেও তারা গণবিরোধিতার অশুভ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারেনি। অবাধ গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা হলেও তারা এসবের প্রতি কখনোই শ্রদ্ধাশীল ছিল না বা এখনো নয় বরং তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করে দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধকে টুটি চেপে হত্যা করেছিল। সে ধারাবাহিকতায় তারা এবার নির্বাচন নামের প্রহসনের আয়োজন করে তাদের কদর্য চেহারা জাতির সামনে নতুন করে উম্মোচিত করেছে। এমতাবস্থায় ফ্যাসীবাদী জুলুমবাজ সরকারের পতনের কোন বিকল্প নেই। তিনি সরকার পতনের লক্ষ্যে সকলকে রাজপথের আন্দোলন জোরদার করার আহবান জানান।
তেজগাঁও দক্ষিণে লিফলেট বিতরণ ও গণসংযোগ : কাঠালতলা,ফার্মগেট, চোরংগী মোড়,তেজগাঁও রেলগেট,হোন্ডা গলি, তেজকুনি পাড়া,পূর্ব তেজতুরী বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে তেজগাঁও দক্ষিণের কর্মীরা। থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদীর নেতৃত্বে এতে বিভিন্ন গ্রুপে অংশ গ্রহণ করেন জামায়াত নেতা মনির আহমেদ, ফরিদ আহমেদ, মিয়া মুহাম্মদ তৌফিক,শামীম মন্ডল, আলী আকবর, আব্দুল হক প্রমুখ।
তুরাগ মধ্য থানায় গণ সংযোগ: প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আজ ফুলবাড়িয়া বাজার , সিরাজ মার্কেট , নলভোগ, ধরেঙ্গারটেক রানাভোলা ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসেন, নায়েবে আমীর কামরুল হাসান, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মো: মাও. ওয়ারেছ আলী মুরাদ, মেহেদী হাসান, মাওলানা হানযালা, ওয়ালীদ ও ফয়সাল প্রমূখ।
রামপুরায় লিফলেট বিতরণ: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামপুরা বাজার, হাজীপাড়া, উলন, বনশ্রীর বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামীর রামপুরা থানার নেতা-কর্মীরা.। থানা সেক্রেটারি আবু নাহিয়ানের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনিরুজ্জামান, আবু সুফিয়ান ও আমিনুল ইসলাম প্রমূখ।
শ্রমজীবী মানুষের মাঝে গণসংযোগ ও লিফলেট বিতরণ: কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ রাজধানীর বিভিন্ন কারখানায়, রিক্সা,ভ্যান ও বাস শ্রমিকদের মাঝে লিফট বিতরণ করছেন শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীরা।
দক্ষিণ খানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর এর সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান। কাফরুলে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাফরুল জোন পরিচালক মোঃ মিজানুর রহমান।
কাফরুল এলাকায় লিফট বিতরণ করছেন কাফরুল দক্ষিণ থানা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়াও ঢাকা মহানগরী উত্তরের ৫৩টি সাংগঠনিক থানার উদ্যোগে ১৫০টি স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।