ঢাকা মেডিকেল থেকে মরদেহ নিয়ে আন্দোলনকারীদের মিছিল

গতকাল সন্ধ্যা ৬টার দিকে চারজনের মরদেহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখেন তারা।

ঢাকা মেডিকেল থেকে মরদেহ নিয়ে আন্দোলনকারীদের মিছিল

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে নিহত চারজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে চারজনের মরদেহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখেন তারা। পরে সোয়া ৬টার দিকে আন্দোলনকারীরা লাশ কাঁধে নিয়ে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগের দিকে যান। 

আন্দোলনকারীরা বলছেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে   নিহত পাঁচজনের লাশ ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখান থেকে চারটি লাশ নিয়ে শহীদ মিনারে যান তারা। এ সময় আন্দোলনকারীরা একদফা ও হত্যার প্রতিবাদে স্লোগান দেন। এদিকে লাশ নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ থানার ফটকে গেলে পুলিশ তাদের দিকে গুলি ছোড়ে। তাতে আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ত্যাগ করেন।