ঢাকা প্রিমিয়ার লিগ: শীর্ষ ৫ দলের কোচ ও অধিনায়ক কারা?

ঢাকা প্রিমিয়ার লিগ: শীর্ষ ৫ দলের কোচ ও অধিনায়ক কারা?

প্রথম নিউজ, ঢাকা: তামিম ইকবাল এবারের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের অধিনায়ক। রোববার সন্ধ্যার পর প্রাইম ব্যাংক ম্যানেজমেন্ট সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এ তথ্য।

এছাড়া নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন এ খবর। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে মোহামেডানের অধিনায়কত্ব করবেন ইমরুল কায়েস।

গত মৌসুমের রানার্সআপ শেখ জামালের নেতৃত্বে নুরুল হাসান সোহান। মাশরাফি খেললে হয়তো দল পরিচালনার দায়িত্বটা তার কাধেই থাকবে। না হয় মুমিনুল হক লিজেন্ডস অফ রুপগঞ্জের অধিনায়কত্ব করতে পারেন।

এদিকে মোহামেডান ছাড়া অপর শীর্ষ দলগুলোর কোচ পদে পরিবর্তন আসেনি। বড় দলগুলোর মধ্যে এবারের লিগে কোচ পরিবর্তন হয়েছে মোহামেডানের। সাদা-কালোদের কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল। বলে রাখা ভাল, বিপিএলে মিজানুর রহমান বাবুল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন।

চ্যাম্পিয়ন আবাহনীর প্রধান কোচ এবারো খালেদ মাহমুদ সুজন। দেশের অপর দুই সফল ও নামী প্রশিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন এবার প্রাইম ব্যাংকের প্রধান কোচ। অন্যদিকে সোহেল ইসলাম আগের মতোই শেখ জামালের প্রধান কোচ।

লিজেন্ডস অফ রুপগঞ্জের প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। এছাড়া তালহা জুবায়েরের কোচিংয়ে খেলবে শাইন পুকুর।