ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট 

আজ বুধবার সকাল ৮টা থেকে যানজট সৃষ্টি হয়। প্রথমে অস্থায়ী থাকলেও যানজট এখন তীব্র হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট 

প্রথম নিউজ,কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুর এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। এ কারণে কুমিল্লা থেকে ঢাকায় যাওয়ার লেনে ২৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে যানজট সৃষ্টি হয়। প্রথমে অস্থায়ী থাকলেও যানজট এখন তীব্র হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাজারের কাছাকাছি অংশে সড়ক সংস্কার চলছে। সংস্কার কাজ ২৪ ঘণ্টা চলমান থাকায় মহাসড়কের ঢাকামুখী লেনের মাত্র একটি গাড়ি চলতে পারে। এতে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে গৌরীপুর হয়ে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত যানজট লেগে যায়। এর ফলে থেমে থেমে চলছে অ্যাম্বুল্যান্স, যাত্রীবাহী বাস ও মাইক্রোসহ সব ধরনের যানবাহন।

লাকসামের মুদাফরগঞ্জ থেকে পদ্মা এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে ভোর ৬টার দিকে রওনা দেন মোহাম্মদ সোহেল। তিনি বলেনন, ‘ছয় ঘণ্টায় আমি কেবল গৌরিপুর বাজারে এসেছি। চার ঘণ্টায় আধা কিলোমিটার এসেছি। জানি না ঢাকা যেতে কতক্ষণ লাগে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, যানজট আছে কিছুটা। আমাদের পুরো টিম মাঠে কাজ করছে। গত দুই দিন আমি রাস্তায় আছি। আমরা যানজট কমিয়ে আনার চেষ্টা করছি।

কুমিল্লার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘আমরা সংস্কার কাজ দ্রুত গতিতেই করছি। পূজার কারণে ঘরমুখো মানুষের চাপ বেশি। যানবাহনও বেশি। তাই যানজটে ভোগান্তি হচ্ছে। আমরা যানজটপ্রবণ এলাকায় মাইকিং করছি। অলটারনেটিভ হিসেবে যেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা সড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে। তাছাড়া আমরা সবাইকে বলবো, ঢাকা যাওয়ার জন্য যেন সময় নিয়ে বের হয়। আমরা জনগণের জন্যই কাজ করি। সবাইকে কাজ শেষ হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরতে বলবো।

তিনি আরও বলেন, একটি অংশের কাজ শেষ করে ২৮ দিন কোনও গাড়ি ওই অংশে চলাচল করতে দিই না। এতে কাজটি মজবুত হয়। এই কারণে সময়ও বেশি লাগছে। সড়ক সংস্কারে আরও ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom