প্রথম নিউজ, কুমিল্লা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'ডামি নির্বাচনই সরকারের একমাত্র উপাসনা। অবাধ সুষ্ঠু নির্বাচন ও জনগণকে তালাক দিয়েছে সরকার। তিনি বলেন, 'উপজেলা নির্বাচনে ৩ শতাংশ ভোট পড়েনি। অথচ শেখ হাসিনার নির্দেশে ইসি বলছে ৪০ শতাংশ ভোট পড়েছে। ডামি সরকারের অধীনে নির্বাচনের ভোট কেন্দ্রে নতুন নতুন প্রাণী দেখি। গরু ছাগলের পাশে বানরের পর এখন ভোট কেন্দ্রে রাজহাঁসকে দেখতে পাচ্ছি ।
রিজভী বলেন,'আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে ইসিতে কর্মকর্তা নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা। ডামি ও প্রহসনের নির্বাচনে সন্তুষ্ট হয়ে এখন তাদের বেতন বাড়াচ্ছে সরকার। ডামি সরকারের অবদানের জন্য সিইসি ও কমিশনারদের বেতন বাড়াচ্ছে। এসময় তিনি হোমনায় আগামী ৫ জুনের উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান। রবিবার( ২ জুন) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার হোমনা উপজেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া। বক্তব্যের শুরুতে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জাতির আলোকবর্তিকা।
তিনি বলেন, 'এখন আরব্যপোন্যাসের কাহিনী শুনি। পুলিশ প্রধানসহ অনেক কর্মকর্তাদের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দুর্নীতির কথা শুনি। প্রতিদিন শুধু চুরির কাহিনী ও ডাকাতির কাহিনী শুনি। প্রত্যেকটি লুটপাট ও দখলের সাথে তারা জড়িত।
তিনি বলেন, শেখ হাসিনা ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরোদের গুম করেছেন বেনজিরদের দিয়ে। বেনজিরের দুর্নীতির কাহিনী রুপকথার গল্পকেও পরাজিত করেছে। হার মানছে শেখ হাসিনার কর্মকর্তাদের কাছে। এখন তাদের দুর্নীতি তদন্তের নামে লোক দেখানো কাজ করছে। তিনি বলেন, বেনজির কোথায় জনগণ বিশ্বাস করে তাকে এয়ারপোর্ট দিয়ে পাচার করা হয়েছে।
সেলিম ভূইয়া আরও বলেন,' তাদের দুঃশাসনে যে শিশু আজ জন্ম নিচ্ছে তার মাথায় দেড় লাখ টাকা দেনার বোঝা। জনগণকে খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। তিনি বলেন, আমাদের রাস্তায় নামা ছাড়া বিকল্প কিছু নেই। নইলে এদেশের মানুষকে চিরদিনের জন্য গোলামীর জিঞ্জির পড়তে হবে।
উপজলা বিএনপির আহবায়ক জহিরুল হক জহরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ, নির্বাহী কমিটির সদস্য ড. মারুফ হোসেন, আমিনুল ইসলাম, মাহবুবুল ইসলাম, এমরামুজ্জান বিপ্লব, সালা উদ্দিন শিশির, শেখ শামীম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস আবদুল মতিন, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকারক ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, হোমনার সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির আহবায়ক ভিপি মোজাম্মেল হক মুকুল, সদস্য সচিব মো.শাহ আলম, বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বকুল, যুবদল নেতা ওমর ফারুক কায়সার প্রমুখ।
অধ্যক্ষ সেলিম ভুইঁয়া এ সরকারের অবৈধ নির্বাচন বর্জন করার আহবান জানিয়ে বলেন, হোমনায় আগামী ৫ জুনের উপজেলা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে। আপনারাও যাবেন না। উপজেলায় ৫ শতাংশ ভোট না পড়লেও প্রহসনের নির্বাচনের বৈধতা দিতে ৩০/৩৫ শতাংশ দেখায় ইসি।