ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি: সব মহলকেই সচেতন হতে হবে
দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। কিন্তু এ নিয়ন্ত্রণ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে পারছে না। কারণ করোনা আতঙ্কের জায়গা দখল করেছে ডেঙ্গি আতঙ্ক। থামছে না ডেঙ্গি সংক্রমণের ঊর্ধ্বগতি। জুলাইয়ের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।
ডেঙ্গি এখন ফি-বাৎসরিক একটি রোগের নাম। এর বড় কারণ হচ্ছে, এডিস মশা নির্মূলে বছরজুড়ে যে কর্মসূচি থাকার কথা, বাস্তবে তা থাকছে না। ডেঙ্গির প্রাদুর্ভাব শুরু হলেই শুধু সিটি করপোরেশনকে নড়েচড়ে বসতে দেখা যায়। অবশ্য এডিস মশা নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনকে দায়ী করা উচিত হবে না।
নাগরিক সমাজের সবাই যদি সচেতন না হন, তাহলে এডিস মশা নির্মূল সম্ভব নয়। দেখা গেছে, বসতবাড়ি ও আঙ্গিনায় জমে থাকা পানিতেই এডিসের বিস্তার হচ্ছে বেশি। আবার সম্প্রতি খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকায় এসব প্রতিষ্ঠানে এডিসের লার্ভা থাকার কথা। ফলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়নি, সেগুলো অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এ মাসজুড়েই বাড়তে পারে ডেঙ্গির প্রকোপ। তাই ডেঙ্গি নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা জোরদার করার কোনো বিকল্প নেই। জনগণকেও এ কাজে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে নজর দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে। সপ্তাহে অন্তত একদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করার পাশাপাশি সেগুলোয় মশার ওষুধ ছিটাতে হবে। আমরা আশা করব, ডেঙ্গি আক্রান্ত রোগীদের সুচিকিৎসা যেমন নিশ্চিত করা হবে, তেমনি এডিস মশা নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।