ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু

মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসার আরও এক ছাত্রীর মৃত্যু

প্রথম নিউজ , ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মেহজাবিন সূহী। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা (মূল) শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, ডেঙ্গুতে একে একে‌ আমাদের দুজন ছাত্রী মারা গেল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি জানান, প্রথমে তার (মেহজাবিন সূহী) মা আক্রান্ত হয়, ৪-৫ দিন পর সে আক্রান্ত হয়‌। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে সে মারা গেছে।

কেকা রায় চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় আছি। তবে বাসায় থেকে কেউ আক্রান্ত হলে আমাদের কিছুই করার থাকে না। আর এখন তো এটা ম্যাসিভ (ব্যাপক) আকার ধারণ করেছে। সবাইকে সচেতন থাকতে পরামর্শ দিচ্ছি।'

এর আগে গত ৩ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, মেহজাবিন সূহীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। শোক বার্তায় অধ্যক্ষ বলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।