ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্থা তাঁতীপাড়া কালিবাড়ি হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলেও নেতাকর্মীরা বাধা এড়িয়ে মিছিলে স্লোগান দিতে থাকে।

ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ

প্রথম নিউজ, ঠাকুরগাঁও: গ্যাসসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্থা তাঁতীপাড়া কালিবাড়ি হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় পুলিশ মিছিলে বাধা দিলেও নেতাকর্মীরা বাধা এড়িয়ে মিছিলে স্লোগান দিতে থাকে।

পরে এক প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য দেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির নেতার বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের লোকদের দুর্নীতি দায়ী। এই করোনা মহামারির মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। দেশের মানুষ খুব কষ্টে আছে। তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাঘব করা। তাই সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom