ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সংঘর্ষ, পুলিশের গুলিতে শিশু নিহত
বুধবার সন্ধ্যায় বাচোর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভাংবাড়ি ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে

প্রথম নিউজ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার পর পুলিশের গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাচোর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভাংবাড়ি ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সুমাইয়া। সে মিডডাঙ্গী বাজার এলাকার মো. বাদশার মেয়ে। ওই কেন্দ্রের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। তখন পুলিশ হামলা ঠেকাতে গুলি ছোড়ে। শিশুটি তখন মায়ের কোলে ছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাচোর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ভাংবাড়ি ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা সাতটার দিকে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। এতে সাধারণ সদস্য পদে বাবুল হোসেন ৪৯৩, আজাদ আলী ৪৪২ ও খালেদুর রহমান ২৪৫ ভোট পান। ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা পুলিশের ওপর হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে স্থানীয় মো. বাদশা নামের এক ব্যক্তির মেয়ে সুমাইয়া মায়ের কোলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ভোটের ফলাফল জানতে সুমাইয়াকে নিয়ে তার মা ভোটকেন্দ্রে এসেছিলেন। গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews