টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে

 টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
 টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। আজ (বুধবার) দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে লিটন দাসের দলের।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে মাত্র ১৮৬ গুটিয়ে দিয়ে ১ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজ আর মোস্তাফিজুর রহমান ৫১ রান তুলে অসাধ্য সাধন করেন।

সাত বছর আগে (২০১৫ সালে) ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার তাদের সামনে সুযোগ সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom