ট্রফি নিয়ে দেশে পৌঁছেছেন চ্যাম্পিয়নরা
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাফ শিরোপাজয়ীদের ফ্লাইট ঢাকায় অবতরণ করবে বেলা ২ টা ১৫ মিনিটের আশেপাশে।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল। দেশের ফুটবলকে নতুন স্বপ্ন দেখানো এই মেয়েরা ট্রফি নিয়ে পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তাদেরকে বরণের জন্য অপেক্ষা করছে ছাদখোলা বাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সাফ শিরোপাজয়ীদের ফ্লাইট ঢাকায় অবতরণ করবে বেলা ২ টা ১৫ মিনিটের আশেপাশে।
নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নদের বরণের জন্য প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদখোলা বাস। বিমানবন্দরের বাইরে সাবিনা-ঋতুপর্ণাদের একনজর দেখতে রয়েছে উৎসুক জনতাও। এছাড়াও সংবাদমাধ্যমের প্রতিনিধিরাতো আছেনই। বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে। গতবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য নানা আয়োজন থাকছে।