ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ দিকে দশমাইল ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজ হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, আজকে শুক্রবার সকাল সাড়ে ৮ দিকে ঠাকুরগাঁও জেলার নারগুনে খেজুরের রস খেয়ে আসার পথে বীরগঞ্জ কবিরাজ হাট এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী মারা গেছেন। তাদের বাসা দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বলে জানা গেছে।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঢাকা পোস্টকে ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের কবিরাজ বাজারের পাশে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন। নিহতের নামপরিচয় জানা যায়নি, বিস্তারিত পরে জানানো হবে।