টানা ২১ বছর লিডসের মাঠে হারেনি ম্যানইউ

প্রতিপক্ষের মাঠে নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে লিড নেয় ম্যানইউ। স্বদেশি লুক শ’র পাসে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।

টানা ২১ বছর লিডসের মাঠে হারেনি ম্যানইউ
টানা ২১ বছর লিডসের মাঠে হারেনি ম্যানইউ

প্রথম নিউজ, অনলাইন স্পোর্টস: ম্যাচজুড়ে বল দখল এবং আক্রমণে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে কিছুটা এগিয়ে থাকে লিডস ইউনাইটেড। রেড ডেভিলদের পাল্টা-আক্রমণ সামলে ৮০তম মিনিট পর্যন্ত জালও অক্ষত রাখে দলটি। তবে শেষ রক্ষা হয়নি জেসি মার্সাকের টিমের। রোববার রাতে ইল্যান্ড রোডে স্বাগতিক লিডসকে ২-০ গোলে হারায় এরিক টেন হাগের দল। এতে দীর্ঘ ২১ বছর ধরে লিডসের মাঠে অপরাজিত থাকার কীর্তি গড়ে ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে লিড নেয় ম্যানইউ। স্বদেশি লুক শ’র পাসে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। আর ৮৫তম মিনিটে ভাউট ভেগোর্স্টের অ্যাসিস্টে স্কোরলাইন ২-০ করেন ম্যানইউর স্প্যানিশ উইঙ্গার আলেজান্দ্রো গারাঞ্চো।

২০০২ সালের ১৪ই সেপ্টেম্বর, ঘরের মাঠ ইল্যান্ড রোডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারায় লিডস ইউনাইটেড। এরপর ঘরের মাঠে ৬ বার ম্যানইউকে আতিথ্য দেয় লিডস। যার পাঁচটিই জেতে রেড ডেভিলরা। ২০২১ সালে একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়। তাছাড়া ২০০২ সালের পর সবমিলিয়ে মোট ১২ বার দেখা হয়েছে ম্যানইউ-লিডসের। তাতে মাত্র এক জয় লিডসের। ৮ জয় ম্যানইউর। বাকি তিন ম্যাচ ড্র হয়। এ নিয়ে প্রিমিয়ার লীগে টানা ৯ ম্যাচে জয় পায়নি লিডস ইউনাইটেড। গত ২৬ বছরে লীগে এমন বাজে দশা হয়নি দলটির। সবশেষ ১৯৯৭ সালে প্রিমিয়ার লীগে টানা ১০ ম্যাচ জয়হীন ছিল লিডস। 

২৩ ম্যাচে ১৪ জয় ও ৫ হারে ৪৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগ টেবিলের তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৭তম লিডস ইউনাইটেড। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৮।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: