বিপিএলের ফাইনালে গান গাইবেন জেমস

সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবে দেশসেরা ব্যান্ড নগর বাউল, ওয়ারফেজ, এবং ‘মাকসুদ ও ঢাকা’।

বিপিএলের ফাইনালে গান গাইবেন জেমস
বিপিএলের ফাইনালে গান গাইবেন জেমস

প্রথম নিউজ, অনলাইন স্পোর্টস: বিপিএলের শেষটায় জমকালো আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবে দেশসেরা ব্যান্ড নগর বাউল, ওয়ারফেজ, এবং ‘মাকসুদ ও ঢাকা’। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আগামী ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ। বিপিএলের সমাপণী অনুষ্ঠানে থাকছেন বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম সেরা তারকা ফারুক মাহফুজ আনাম জেমস। নগর বাউল এবং ওয়ারফেজের সঙ্গে গান পরিবেশন করবে জনপ্রিয় সংগীত শিল্পী মাকসুদুল হকের ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ড দল। কনসার্টের সঙ্গে থাকবে আতশবাজি এবং বিম শো’র আয়োজন। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিপিএল ফাইনালের দিন কিছু বাড়তি আয়োজন তো থাকবেই। সেই সঙ্গে দেশের যে নামকরা ব্যান্ডগুলো আছে, তাদের মধ্য থেকে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছি সংগীত পরিবেশনের জন্য। এছাড়া ফায়ারওয়ার্কস, বিম শোর আয়োজন থাকবে।’ সুজন বলেন, ‘জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, উনারাই পারফর্ম করবেন।’ বিদেশি কোনো সংগীত শিল্পীকে আমন্ত্রণ জানানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন সুজন বলেন, ‘এটা এই মুহূর্তে চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন বলে মনে হচ্ছে না। আমাদের জনপ্রিয় ব্যান্ড শিল্পী যারা আছেন, তাদের পারফরম্যান্সটাই আমরা চাচ্ছি।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: