টঙ্গীতে মেয়ে হত্যায় সৎ মায়ের মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন

আজ মঙ্গলবার  হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন।

 টঙ্গীতে মেয়ে হত্যায় সৎ মায়ের মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা:  মেয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। শাকিলা জাহানের করা আপিলের শুনানি নিয়ে আজ মঙ্গলবার  হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ রায় দেন। আসামি পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস।

এর আগে গাজীপুরের টঙ্গীতে ২০১৫ সালে মেয়ে হত্যার দায়ে শাকিলা জাহানকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন শাকিলা। ওই আপিলের ওপর শুনানি শেষে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। এর আগে মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর সোমবার (২১ মার্চ) হাইকোর্টের অবকাশকালীন একই বেঞ্চে শুনানি হয়। আদালত সূত্রে জানা গেছে, ঘুমন্ত অবস্থায় থাকা সৎ মেয়ে সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করেন শাকিলা। এ ঘটনায় নিহতের মা ফারজানা ইসলাম স্বপ্না বাদী হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ গ্রেফতার করে শাকিলাকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই শাকিলাকে মৃত্যুদণ্ড দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক। এরপর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন। দণ্ডপ্রাপ্ত শাকিলা জাহান বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom