টঙ্গীতে নিজের জীবন বিসর্জন দিয়ে দুই শিশুকে বাঁচালেন যুবক
ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে টঙ্গীবাজার গরুহাটা এলাকার তুরাগ নদে।
প্রথম নিউজ, (টঙ্গী) গাজীপুর: টঙ্গীতে নিজের জীবন বিসর্জন দিয়ে দুই শিশুকে বাঁচালেন আব্দুল্লাহ কবির (৩০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে টঙ্গীবাজার গরুহাটা এলাকার তুরাগ নদে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে নিহতের লাশ উদ্ধার করে। আব্দুল্লাহ কবির টঙ্গী ভরান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন রোড এলাকার হুমায়ুন কবিরের ছেলে।
এলাকাবাসী জানান, টঙ্গীবাজার গরুহাটা এলাকার তুরাগ নদে সোমবার দুপুর ২টার দিকে দুই শিশু গোসল করতে নেমে মাঝনদে চলে যায়। শিশু দুটি মারা যাবে এ আশঙ্কায় আব্দুল্লাহ কবির নদের পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের তীরে উঠাতে পারলেও তিনি নিজেই পানিতে তলিয়ে যান। এ সময় আশপাশের লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আব্দুল্লাহকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৪টার দিকে তুরাগ নদের গভীর পানি থেকে নিহতের লাশ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে লাশ উদ্ধার করেছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী মিলন বলেন, এ ঘটনায় আমাদের কাছে কোনো তথ্য নেই।