টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী স্ত্রীসহ চারজন নিহত

বৃহস্পতিবার (১ জুন) দুপুর পৌনে তিনটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গানগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী স্ত্রীসহ চারজন নিহত
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর পৌনে তিনটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গানগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০), একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫) ও তাদের শিশু পুত্র সিয়াম (৬)।
মধুপুর থানার উপপরিদর্শক মুরাদ জানান, মধুপুর হতে ঢাকাগামী বিনিময় পরিবহনের সাথে মধুপুরগামী অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। শিশু সিয়ামকে গুরুত্বর আহতবস্থায় স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।