টিকে থাকার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড আর নিউজিল্যান্ড

 টিকে থাকার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
 টিকে থাকার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

এর আগে দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। তবে নিউজিল্যান্ড এখনও একটি ম্যাচেও হার দেখেনি। দুটি জিতেছে, একটি হয়েছে পরিত্যক্ত। পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে রয়েছে কিউইরা।

অন্যদিকে ইংল্যান্ড একটি হার, একটি ড্র এবং একটি জয় পেয়েছে। আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকবে ইংল্যান্ড। হারলে কঠিন হয়ে যাবে সমীকরণ।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ডে একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom