টাইগার থ্রি ছবির সেটে আহত সালমান খান
বৃহস্পতিবার টাইগার থ্রি -তে একটি অ্যাকশন দৃশ্যতে শুটিং হচ্ছিলো সালমান খান এবং শাহরুখ খানের।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের উপকণ্ঠে মাধ আইল্যান্ডে শুটিং করার সময় আউটডোর সেটে আহত হয়েছেন সালমান খান। তার বাঁ কাঁধে চোট লেগেছে। সালমান ইনস্টাগ্রামে তার ব্যান্ডেজ জড়ানো কাঁধের ছবি দিয়ে বলেছেন, ফ্যানদের আতঙ্কের কোনও কারণ নেই। দুর্ঘটনার পর তিনি সুস্থই আছেন। বৃহস্পতিবার টাইগার থ্রি -তে একটি অ্যাকশন দৃশ্যতে শুটিং হচ্ছিলো সালমান খান এবং শাহরুখ খানের। শাহরুখ এই ছবিতে অতিথি অভিনেতা হিসেবে আছেন। দুই মেগাস্টারের অভিনয় দেখতে সেটে ভিড় হয়েছিল প্রচুর।
শুটিংয়ের সময় সালমান হঠাৎ চোট পান। ছবির পরিচালক আদিত্য চোপড়া সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করে দেন। সালমান এদিন চোট লাগার পর বলেন, টাইগার জাখমি হ্যায়। তার পরের ছবি যে এই নামেই তা জানান সালমান। শাহরুখ খান সালমানের জখম সম্পর্কে বলেন , ভাইজান চোট লাগার পরেও বুঝতে দেননি তার চোট লেগেছে। তিনি এতই স্পিরিটেড যে, যন্ত্রণার মধ্যেও হাসিমুখে ছিলেন।