ঝিনাইদহে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

 ঝিনাইদহে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

প্রথম নিউজ, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরের কয়েরগাছী ও কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রামে পানিতে ডুবে সাফিয়া (৫) ও মো. লামিম (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমাবার (৯ অক্টোবর) দুপুরে পৃথক এ ঘটনা ঘটে।

শিশু সাফিয়া কয়েরগাছী আবাসন প্রকল্পের বাসিন্দা রুবেল হোসেনের মেয়ে এবং লামিম কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রামের জুয়েল রানার ছেলে।

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, দুপুরে কয়েরগাছী আবাসন প্রকল্পের পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করছিল সাফিয়া। তখন সে পানিতে ডুবে গেলে অন্যদের চিৎকারে পরিবারের লোকজন এসে সাফিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। সেসময় জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে কোটচাঁদপুর উপজেলার তালসার পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এনামুল হক বলেন, উপজেলার ঘাঘা গ্রামে চিত্রা নদীর ধারেই বাড়ি জুয়েল রানার। দুপুরে ঘরের পেছনে খেলা করছিল তার ছেলে মো. লামিম। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। কিছুক্ষণ পর বাড়ির পেছনেই নদীর পানিতে ভেসে ওঠে লামিমের মরদেহ। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে।