ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার নবীরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রথম নিউজ, যশোর : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মিকাইল হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার নবীরনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিকাইল হোসেন শার্শার রাজনগর গ্রামের শের আলীর ছেলে। এ ঘটনায় শাহাজান আলী নামে আলমসাধুচালক আহত হয়েছেন। আহত শাহাজান আলী উপজেলার মাটিপুকুর গ্রামের মোস্তফার ছেলে।
হাসপাতাল ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থেকে রাতে আলমসাধুতে করে কাঠের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যশোরের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় নবীরনগর নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি কাভার্ডভ্যান আলমসাধুকে ধাক্কা দিলে দুজনই মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিকাইলকে মৃত ঘোষণা করেন। নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত মিকাইলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: