জলবায়ু অর্থায়ন চুক্তিতে ভূরাজনীতি বাধা হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন এবং ২২ ফেব্রুয়ারি সেখানে প্যাসিফিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দেবেন।
প্রথম নিউজ, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জলবায়ু কার্যক্রম ও সবুজ পরিবর্তনের জন্য তহবিল ও প্রযুক্তি গতিশীল করতে বৈশ্বিক অংশীদারত্বের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানিতে শুরু হওয়া ‘৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ জলবায়ু সংকট মোকাবিলায় এক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি। সম্মেলন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতার সময় আব্দুল মোমেন ইউক্রেন পরিস্থিতিসহ ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু অর্থায়নের জন্য আন্তর্জাতিক অঙ্গীকার প্রভাবিত হতে পারে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ২১ ফেব্রুয়ারি প্যারিসের উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন এবং ২২ ফেব্রুয়ারি সেখানে প্যাসিফিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরাম বৈঠকে যোগ দেবেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: