‘জেলেনস্কি ইহুদিই না’, বললেন পুতিন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আগে থেকেই ক্ষুব্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

‘জেলেনস্কি ইহুদিই না’, বললেন পুতিন

প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আগে থেকেই ক্ষুব্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর একাধিকবার জেলেনস্কির বিষেদাগার করেছেন তিনি।

গতকাল শুক্রবার (১৬ জুন) সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। সেখানেও ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন তিনি।


পুতিন বক্তব্য দেওয়ার সময় দাবি করেন, জেলেনস্কি নিজেকে ইহুদি ধর্মাবলম্বী হিসেবে দাবি করলেও তিনি আসলে ইহুদি না। উল্টো জেলেনস্কি ইহুদিদের জন্য ‘লজ্জার কারণ।’

এ ব্যাপারে পুতিন বলেছেন, ‘আমার অনেক ইহুদি বন্ধু আছে। তারা বলে জেলেনস্কি ইহুদি নয়, সে ইহুদিদের লজ্জার কারণ।’

তিনি আরও বলেছেন, ‘এটি মজা বা কোনো বিদ্রুপও নয়। কারণ এখন নব্য নাৎসি এবং হিটলারের শিষ্যদের, ইউক্রেনের নায়কদের স্থানে জায়গা দেওয়া হয়েছে।’


পুতিন দাবি করেন, ‘জেলেনস্কি হলেন ইহুদি রক্তের মানুষ।’ আকার-ইঙ্গিতে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে নাৎসি আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘কেন নাৎসিদের (ইউক্রেনের) নেতৃত্বে দিয়েছেন।’

এর আগে এ বছরের শুরুতে জেলেনস্কির ধর্ম পরিচয় নিয়ে খোঁচা দিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছিলেন, ‘জেলেনস্কি একজন ইহুদি ঠিক আছে, কিন্তু হিটলারের শরীরেও ইহুদির রক্ত ছিল।’

তার এমন মন্তব্যের পর যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়েছিল।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলে সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, তার পূর্বপুরুষরা ইহুদি ছিলেন এবং তার পরিবারের অনেক সদস্য জার্মান নাৎসিদের হাতে প্রাণ হারিয়েছে।