জেলা পরিষদ নির্বাচন: কুমিল্লায় বিনা ভোটে চেয়ারম্যানসহ ৭ প্রার্থী জয়ী
এছাড়া সাধারণ সদস্য পদে ৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী হচ্ছেন।
প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
এছাড়া সাধারণ সদস্য পদে ৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিজয়ী হচ্ছেন।তাদের মধ্যে সাধারণ সদস্য পদে ৩ নম্বর ওয়ার্ডের নাসিম ইউসুফ রেইন, ৯ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার এবং ১৬ নম্বর ওয়ার্ডে আবদুর রহিম। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৫ নম্বর ওয়ার্ডের তানজিনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন। তারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল মিয়ার মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাতিল হয়েছে। মনোনয়ন বাতিলের পর তিনি কোনো আপিল করেননি। তাই চেয়ারম্যান পদে মফিজুর রহমান বাবলু ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তিনিই বিজয়ী হতে যাচ্ছেন।
গত ২৫ সেপ্টেম্বর (রোববার) কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তাদের মধ্যে সাধারণ সদস্য পদে ১০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে সদস্য পদে ৫ জন প্রার্থীর এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। এদিন এসব প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রসঙ্গত, সোমবার (১৭ অক্টোবর) কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ চলবে। ১৭ ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে সদস্য পদে এবং সংরক্ষিত ওয়ার্ডের ১টিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে কোনো ভোটগ্রহণ হবে না। সাধারণ সদস্য পদে ১২টি ওয়ার্ড থেকে ৪৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ৫টি ওয়ার্ড থেকে ১৭ জন নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৬৮০ জন। এর মধ্যে ২ হাজার ৫৩ জন পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews