জর্ডানে ভবনধসে নিহত ৫
জর্ডানের রাজধানী আম্মানে মঙ্গলবার চারতলা একটি আবাসিক ভবনধসে পাঁচজন নিহত
প্রথম নিউজ, ডেস্ক : জর্ডানের রাজধানী আম্মানে মঙ্গলবার চারতলা একটি আবাসিক ভবনধসে পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভবনের নিচে আটকা পড়েছেন অনেক মানুষ। খবর আনাদোলুর।
আম্মানের জাবাল আল-ইউবদেহ এলাকায় ওই ভবনধসের ঘটনা ঘটে বলে দেশটির জননিরাপত্তা বিভাগ জানিয়েছে।
জর্ডানের প্রধানমন্ত্রী বিশের আল-খাসনেহ এবং সরকারের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ধ্বংস্তূপের নিচে আটকাপড়া মানুষের বের করে নিয়ে আসার জন্য সেখানে বড় ধরনের উদ্ধার অভিযান চলছে।
ভবনটি ক্যাফে, বার ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য সুপরিচিত ছিল।
জর্ডানের তথ্যমন্ত্রী ফয়সাল সোবুল বলেছেন, আমরা এখনো জানি না আর কতজন মানুষ ভবনে আটকা পড়ে আছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews