জামায়াতের অফিস সংস্কারের ৬ শ্রমিককে পুলিশ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক শ্রমিকরা বর্তমানে পল্টন থানায় আছেন।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জামায়াত ইসলামীর পল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় সংস্কার ও রং করার সময় ছয়জন শ্রমিককে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক শ্রমিকরা বর্তমানে পল্টন থানায় আছেন।
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের মিডিয়া পরিচালক ইমন আশরাফ জানান, আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় ৪৮/১ পুরানা পল্টন ঢাকা মহানগর কার্যালয়ে সংস্কার করতে আসা ছয়জন শ্রমিককে ধরে নিয়ে যায় পুলিশ।
তিনি বলেন, যাদের ধরে নিয়ে গেছে তারা দিনমজুর হিসেবে কাজ করতে এসেছিল। তাদের পল্টন থানায় আটক রাখা হয়েছে।